একেক লক্ষণে একটি ওষুধ
(ওষুধ বাছাইয়ের নিয়ম)
রোগীর বর্তমান রোগ উৎপত্তির কারণের ওষুধ যদি একটি হয় সেক্ষেত্রে ঐ ওষুধটি ব্যবহার করা যেতে পারে। যেমন: মাছ খেয়ে ডায়রিয়া chin-ar ব্যবহার করতে পারি। এই ওষুধের উদরাময়ের লক্ষণটি সদৃশ্য করে নিলে আরো ভালো কিন্তু সমস্যা অন্য ক্ষেত্রে-
রোগীর বর্তমান কষ্টের রোগ উৎপত্তির কারন যদি একাধিক হয় এবং প্রত্যেকটি কারনের আলোকে ওষুধও যদি ভিন্নতর হয় সেক্ষেত্রে করণীয়-
যেমন- রোগী চুল কাটাকার পর বাসায় ফিরে ডিম দিয়ে ভাত সাথে শশা, খাওয়া শেষ করে তরমুজ খাওয়ার কিছুক্ষণ পর পাতলা পায়খানা শুরু হল এবার বলেন এই রোগীর চিকিৎসা কিভাবে করবো?
মেটেরিয়া মেডিকা ও রেপার্টরীতে দেখতে পাই-
১. চুল কাটার পর উদরাময়- hair cutting, after- bell
২. ডিম খেয়ে উদরাময়- eggs, after- chin-ar
৩. শশা খেয়ে উদরাময়- cucumbers, after- verat
৪. তরমুজ খেয়ে উদরাময়- melons, from- zing
এক্ষেত্রে, রোগীকে কোন্ ওষুধটি দিতে হবে তা নিয়ে দ্বিধাদন্দ্বে ভুগতে হয়।
সমাধান:
১. এ খাবারগুলির মধ্যে যে খাবারটি মনে হয় পরিমানে বেশি পাওয়া হয়েছে এর আলোকে যে ওষুধটি সেই লক্ষণের সাথে রোগীর লক্ষণের সাদৃশ্যতা দেখতে হবে।
২. রোগীর লক্ষণগুলি উল্লেখিত চারটি কারণের আলোকে ওষুধগুলির প্রত্যেকটির সাথে রোগীর উদরাময়ের লক্ষণগুলো মিলিয়ে দেখতে হবে।
৩. তাতেও সমাধান না হলে রোগীর সার্বদৈহিক ও সাধারণ লক্ষণগুলোর আলোকে এ চারটি কারণের ওষুধের লক্ষণের সাথে রোগীর লক্ষণগুলি মিলিয়ে দেখতে হবে রোগীর সাদৃশ্য ওষুধ কোনটি?
৪. উপরে উল্লিখিত তিনটি ধাপে ব্যর্থ হলে রোগী উদরাময়ের লক্ষণে যথা গন্ধ, বর্ণ, পরিমান, গতি, হ্রাস-বৃদ্ধি ইত্যাদি যেই ওষুধের সাথে সাদৃশ্য হবে সেটি রোগীর জন্য নির্বাচন করতে হবে।
ডা. ফারুকী
০১৭১১০৩৯২৩৯