পাঠ- ১
“মাথা”
রোগীর মাথায় কোন প্রকার কষ্ট/ সমস্যা থাকলে, তা বর্তমান কষ্টের আলোকে প্রশ্ন করে জেনে নিতে হবে। আর রোগী তার মাথায় কোন সমস্যা না বললে, সে ক্ষেত্রে চিকিৎসক রোগীর মাথা সম্পর্কে যা জানবেন। তা নিচে দেয়া হলো-
১. চুলের বর্ণনা-
১. চুলে জটা বাঁধে কিনা? জটা বেঁধে থাকলে কি কারণে?
২.খুব বেশি চুল পড়ে কিনা?
৩. চুল এক জায়গা থেকে ওঠে বা গোছা-গোছা ওঠে?
৪. যে স্থানের চুল পড়ে, সে স্থানের নাম উল্লেখ করতে হবে, যেমন- Forehead. Occiput. Temples. spots. Side ইত্যাদি।
৫. চুল চর্বিযুক্ত বা তেলতেলে কিনা?
৬. টাক পড়া কিনা?
৭. চুল খাড়াখাড়া কিনা? পপ
৮. চুল কোঁকড়ানো কিনা?
৯. চুল শুষ্ক কিনা?
১০. চুল সম্পূর্ণটি পড়ে না ভেঙ্গে ভেঙ্গে পড়ে?
১১. চুল পড়ার কারণ জানা আছে কিনা?
১২. যে বয়সে চুল পড়ে, তা উল্লেখ করতে হবে।
১২. চুল পেকে যায় কিনা?
১৩. স্থানে স্থানে পেকে যায় কিনা?
১৪. পাকা চুল গজায় কিনা?
১৫. চুলের ডগা ফাঁটা কিনা?
১৬. চুলের উজ্জ্বলতা কেমন দেখতে?
১৭. চুলের গোড়ায় ব্যথা হয় কিনা?
খুশকি:
১. মাথায় খুশকি আছে কিনা?
২. খুশকি থাকলে, তা দেখতে কেমন? কি বর্ণের।
৩. খুশকি সম্পূর্ণ মাথায়, না মাথার কোন অংশ বিশেষে?
৪. খুশকি পাতলা না মোটা?
৫. খুশকিতে চুলকায় কিনা?
৬. খুশকির স্থানের চুল পড়ে যাচ্ছে কিনা?
৭. কোন সময় এবং কি করলে এই খুশকি বেশি থাকে?
মাথার অন্যান্য সমস্যা:
১. মাথায় ভারবোধ অনুভব করে কিনা?
২. মাথায় কোনো প্রকার যন্ত্রণা আছে কিনা?
৩. মাথায় কোনো প্রকার জ¦ালা অনুভব করে কিনা?
৪. মাথায় ঝিমঝিম অনুভব করে কিনা?
৫. রোগী কোনো বিশেষ দিকে পড়ে যাওয়ার মত অনুভব করে কিনা?
৬. সামনে পিছনে টলছে, এমন অনুভব করে কিনা?
৭. পড়ে যাচ্ছে, ভাসছে এবং আশে পাশের জিনিস পত্র নড়ছে এমন অনুভব করে কিনা?
৮. মাথায় উত্তাপ অনুভব করে কিনা?
৯. মাথায় ঠান্ডা অনুভব করে কিনা?
১০. মাথায় পূর্ণতা অনুভব করে কিনা?
১১. মাথায় খালিখালি অনুভব করে কিনা?
পাঠ- ২
“চোখ”
রোগীর চোখের কোন প্রকার কষ্ট/ সমস্যা থাকলে, তা বর্তমান কষ্টের আলোকে প্রশ্ন করে জেনে নিতে হবে। আর রোগী তার চোখের কোন সমস্যা না বললে, সে ক্ষেত্রে চিকিৎসক রোগীর চোখ সম্পর্কে যা জানবেন। তা নি¤েœ দেয়া হলো-
১. চোখ দিয়ে পানি পড়ে কিনা?
২. যদি চোখ দিয়ে পানি পড়ে, তাহলে তার বিস্তারিত বিবরণ, বর্তমান কষ্টের ন্যায় জেনে নিতে হবে।
৩. সূর্য বা কৃত্রিম আলোয় চোখে কোন কষ্ট হয় কিনা?
৪. চোখের দৃষ্টি শক্তির কোন সমস্যা আছে কিনা?
৫. কাছের বা দূরের কোন বস্তু দেখতে সমস্যা হয় কিনা?
৬. চোখে পিচুটি জমে কিনা? যদি জমে তার বিস্তারিত বর্ণনা জানতে হবে।
৭. চোখের বর্ণের কোন পরিবর্তন হয়েছে কিনা?
৮. রোগী চশমা পড়ে কিনা তা জানতে হবে। যদি পড়ে তা কত বছর বয়স থেকে? চশমার পাওয়ার ধীরে ধীরে বাড়াতে হচ্ছে, না কমাতে হচ্ছে?
১০. চোখে প্রায় আঞ্জনি হয় কিনা? হলে কোন পাতায় তাও জানতে হবে।
১১. চোখে কোন আঘাত লেগেছে কিনা? যদি আঘাত লেগে থাকে, তা কিসের দ্বারা?
১২. চোখ চুলকায় কিনা? যদি চুলকায় তা বিস্তারিত জানতে হবে।
১৩. চোখ কোটরাগত কিনা?
১৪. চোখের পাতায় ভারবোধ হয় কিনা? চোখের পাতায় কম্পন হয় কিনা?
১৫. ঘুমের সময় চোখ খোলা রাখে কিনা?
১৬. নেত্রনালীর কোন সমস্যা আছে কিনা?
১৭. চোখে কোন অপারেশন আছে কিনা?
১৮. ট্যারা দৃষ্টি কিনা?