বমির রোগীতে- রাতে টক বমি ওষুধ রয়েছে তিনটি। Calc,,chin,,crot. T,, এর মধ্যে রোগীর জন্য ওষুধ হবে কোনটি?
সমাধান- এই তিনটি(Calc,,chin,,crot. T,, ) ওষুধ থেকে রোগীকে একটি দিতে হলে যা করতে হবে।
১। রোগীলিপিতে রোগীর বমি সংক্রান্ত যতগুলি লক্ষণ রয়েছে, সে সব লক্ষণের মধ্যে এই তিনটি ওষুধের যে ওষুধটিতে বেশি মিলবে। সে ওষুধটিই হবে রোগীর জন্য নির্বাচিত ওষুধ।
২। রোগীলিপিতে রোগীর বমি সংক্রান্ত লক্ষণগুলি যদি তিনটি ওষুধের লক্ষণের সাথে সমান ভাবে মিলে যায়। তখন রোগীর শারীরিক, মানসিক ও সার্বদৈহিক সকল লক্ষণের সাথে মিলিয়ে দেখতে হবে। তখন সে সব লক্ষণ যে ওষুধটিতে বেশি মিলবে সে ওষুধটিই হবে রোগীর জন্য নির্বাচিত ওষুধ।
৩। রোগীর যদি একাধিক সমস্যা থাকে সে ক্ষেত্রে রোগীর সবচেয়ে কষ্টকর লক্ষণটির আলোকে যে ওষুধ আছে, সেটিকে অন্যান্য লক্ষণ এর সাথে মিলিয়ে দেখতে হবে। যদি ঐ ওষুধটি সর্বাধিক লক্ষণ এর সাথে মিলে যায়, তবে সেটিই হচ্ছে রোগীর জন্য নির্বাচিত ওষুধ।
৪। রোগীর সবচেয়ে কষ্টকর সমস্যাটির সকল লক্ষণ যে ওষুধটিতে রয়েছে, সে ওষুধটিতে অন্যান্য সমস্যাগুলি শুধু থাকলেই হবে। তাহলে সেটি হবে রোগীর নির্বাচিত ওষুধ।
ডা. ফারুকী
০১৭১১০৩৯২৩৯