Hsrf_logo

HSRF – Homoeopathy Study And Research Foundation

Pulsatilla এর ১ম কথা পরিবর্তনশীলতা, এই পরিবর্তনশীলতা রোগীর মধ্যে যে সকল কষ্ট/ লক্ষণগুলো দেখা দেবে সেই কষ্ট/ লক্ষণগুলোর মধ্যে পরিবর্তনশীলতা থাকবে।
এটা হতে পারে মানসিক কিংবা শারীরিক সব ক্ষেত্রেই পরিবর্তনশীল দেখতে পাওযা যায়।
যেমন:-
১. বমির সমস্যা: বমি কখন সকালে, কখনও মধ্যাহ্নে,কখনও সন্ধ্যায় আবার কখনও রাতে। আবার হতে পারে ঘুমের মধ্যে, জাগ্রত হলে কিংবা ঋতুস্রাবের আগে/ সময়/ পরে।
বমির প্রকৃতি হতে পারে তিক্তবমি কখনও রক্তবমি, কখনও টকবমি আবার কখনও খাদ্য বমি।
বমির রং এর মধ্যেও পরিবর্তন দেখা যাবে, যেমন- কখনও লাল, কখনও নীল, কখনও সাদা, আবার কখনও কালো।

২. জ্বরের রোগী: তার জ্বরের মধ্যেও পরিবর্তন দেখা যায়। যেমন – তার জ্বর কখনও সকালে, কখনও দুপুরে, কখনও রাতে, কখনও বা মধ্যে রাতে দেখা দেয়। কখনই পরপর দুই বার জ্বর একই সময় আসে না কারণ পরিবর্তনশীলএটাই তার পরিচায়ক লক্ষণ। জ্বর কখনও শীতসহ আবার কখনও শীতহীন, এই বেশি তাপ আবার তাপ হালকা ইত্যাদি।

৩. কান: কানে স্রাব কখনও বেশি আবার কখনও কম নির্গত হয়। স্রাবের বর্ণের পরিবর্তন এই হলুদ, এই সবুজ আবার কালো বর্ণের। কখনও দুই বারের পুঁজের বর্ণ একই রকম হয় না। ঘনত্ব- কখনও পাতলা কখনও বা গাঢ়।

৪. পাতলা মল:
একেক সময় একেক রকম মলত্যাগ। কখনই দুই বারের মল একই রকম হয় না, হউক তা পরিমাণ, গন্ধ, বর্ণ কিংবা ঘনত্ব।

৫. শ্বেতপ্রদর: একেক সময় একেক রকম শ্বেতপ্রদর। কখনও বেশি কখনও কম। কখনই দুই বারের শ্বেতপ্রদর একই রকম হয় না। একবার পাতলা আর একবার গাঢ়। কখনও গন্ধ হয় আবার গন্ধ হয় না। বর্ণের মধ্যেও পরিবর্তন দেখা দেয়। কখনও চুলকানিযুক্ত আবার চুলকানিহীন।

৬. মন: মনের পরিবর্তন ক্ষনে হাসি, ক্ষনে কান্না। এটা করবে না ওটা করবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।কখনো দেখা যায় কোনো খাবার খাওয়া পাপ মনে করে কিন্তু কখনো আবার সেই খাবার ছাড়া চলে না।আবার বিয়েকে তারা পাপ মনে করে, কখনো উন্মাদ হয়ে যায় বিয়ের জন্য।

৭. ব্যথা: ব্যথার পরিবর্তনশীলতা যেমন: ব্যথার চরিত্রের পরিবর্তন। অথবা ব্যথা কখনও পেটে কখনও পিঠে, কখনও হাতে, কখনও পায়ে, আক্রান্ত স্থানের পরিবর্তন, সময়ের পরিবর্তন।

৮.মল: মলের পরিবর্তন হতে পারে। ২বারের মল কখনও এক রকম হয়না। মলের প্রকৃতি, সময়,বার সংখ্যা,পরিমাণ, শক্ত নরম,বর্ণের পরিবর্তন। যেমন ২বারের মল কখনো এক রকম হয় না।কখনো সবুজ কখনো হলুূদ।কখনো পানির মতো তরল কখনো কঠিন।কখনো বা আমমিশ্রীত।

৯. ঋতুস্রাব: ঋতুস্রাবের কোন সমস্যা থাকলে,সে ক্ষেত্রে স্রাবের প্রকৃতি, ঘনত্ব, পরিমাণ, বর্ণ, সময় এগুলোর পরিবর্তন হতে পারে।

চলমান——

লেখক- ডা. ফারুকী

০১৭১১০৩৯২৩৯